মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সিলেটে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোতোয়ালি উপজেলার অনামিকা শাহী ঈদগাঁহ এলাকার মৃত ফিরোজ খানের ছেলে মো. ফারুক খান ও তার পরিবার তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। একই এলাকার নিমার উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।  গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক খান বলেন, বিগত কয়েক বছর যাবত আমার পৈতৃক জমি গিয়াস উদ্দিন অন্যায়ভাবে জবরদখলের চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে আমাকে পরিবারসহ উচ্ছেদের জন্য হুমকি দিয়ে আসছেন। ওই জমিতে আমাদের নামে ৮টি গ্যাস লাইন, ১৫টি বিদ্যুৎ মিটার, ২টি পানির লাইন, ১১টি সিটি হোল্ডিং নম্বর নিয়ে ৫৩ বছর যাবত বসবাস করে আসছি। গিয়াস উদ্দিন গত ১৬ মার্চ রাত আনুমানিক আড়াইটায় আমার পৈতৃক ফিরোজ খান মার্কেটের সামনে ৬/৭ ট্রাক বালি স্তূপ করে মার্কেট খোলা ও বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেয়।

মূলত অবৈধভাবে জায়গা ও মার্কেট দখলে নেওয়ার জন্যই তারা এ কাজ করেন। এছাড়া এরা সন্ত্রাসী বাহিনী দিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন। আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাচ্ছি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর