মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গান শুটার ইদ্রিস গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ কথিত আরসা কমান্ডার জুবায়ের গ্রুপের গান শুটার রোহিঙ্গা মো. ইদ্রিসকে (৪২) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত আরসা গ্রুপের গান শুটার ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। তিনি কুতুপালং ডি-ব্লকের মৃত আবদুল করিমের ছেলে।

তিনি আরও বলেন, ইদ্রিস কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডি-ব্লকের কথিত আরসা নেতা জোবায়েরের পক্ষে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে আসছিল। এ ছাড়া জুবায়ের গ্রুপ এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য সাধারণ রোহিঙ্গাদের ওপর গুলি চালায়। এসব ঘটনার পর থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত ছিল বলে জানান এপিবিএন অধিনায়ক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর