সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বরিশালের ঈদবাজারে নারীদের পছন্দের শীর্ষে ‘কাঁচা বাদাম’

রাহাত খান, বরিশাল

বরিশালের ঈদবাজারে নারীদের পছন্দের শীর্ষে ‘কাঁচা বাদাম’

বরিশালের ঈদ বাজারে ক্রেতার ঢল নেমেছে। নগরীর সদর রোড, চকবাজার, কাঠপট্টি এবং বাজার রোডসহ বিভিন্ন এলাকার পোশাক বিতানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে। দিনে এবং রাতে সমানতালে চলছে পোশাক বেচাকেনা। একই চিত্র নিম্ন ও মধ্য আয়ের মানুষের নির্ভরযোগ্য মার্কেটেও।

এবারের ঈদ বাজারে তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ ‘কাঁচা বাদাম’ নামের থ্রি-পিস। লাল, নীল ও সবুজসহ ছয় রঙের থ্রি-পিস রয়েছে কাঁচা বাদামে। কাপড়ের ধরন বুঝে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে হাল আমলের ক্রেজ কাঁচা বাদাম থ্রি-পিস। বিক্রেতারা বলেন, ‘কাঁচা বাদাম’ নামে একটি গান সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়। এ গানের মডেলের পড়নে যে ড্রেস ছিল সেই আদলেই করা হয়েছে ‘কাঁচা বাদাম’ থ্রি-পিস। স্বদেশি বস্ত্রালয়ের তনয় সাহা বলেন, এবারের ঈদ বাজারে ‘কাঁচা বাদাম’ থ্রি-পিসের ব্যাপক চাহিদা। ক্রেতারা নতুন পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এ ছাড়াও অরগাঞ্জা এবং গোল্ড ড্রেস থ্রি-পিসের চাহিদা রয়েছে। ৪ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই থ্রি-পিস। এবারের ঈদ বাজারে মধ্য বয়সী নারীদের প্রথম পছন্দ রংবেরঙের শাড়ি। চকবাজারের দোকানগুলোতে বরাবরের মতো ঢাকাইয়া জামদানি, কাতান, টাঙ্গাইলের সিল্ক শাড়ি এবং তাঁতের শাড়ি নারীদের চাহিদার শীর্ষে। তাঁতের শাড়ির মূল্য কিছুটা কম হলেও অন্যগুলো ডিজাইনের কারণে বিক্রি হচ্ছে ৮ থেকে ১৫ হাজার টাকায়। এ ছাড়া শিশুদের জন্য অভিজাত দোকানগুলোতে রয়েছে দেশি-দেশের রং ও ডিজাইনের পোশাক। ৮০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে শিশুদের আকর্ষণীয় পোশাক পাওয়া যাচ্ছে এবারের ঈদ বাজারে। অভিভাবকরা বলেন, আগের চেয়ে শিশুদের পোশাকের দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় কাপড়ের মান বাড়েনি। চকবাজারে শপিং করতে আসা গৃহবধূ মরিয়ম আক্তার বলেন, শেষ দিকে অনেক ভিড় হয়। দামও অস্বাভাবিক বেড়ে যায়। এ কারণে সুষ্ঠু-সুন্দর পরিবেশে আগেভাগে পরিবারের সবার জন্য কেনাকাটা করছেন তিনি। তার মতো অনেকেই নির্ঝঞ্ঝাট কেনাকাটার জন্য মধবর্তী সময় বেছে নিয়েছেন। এ ছাড়া ছেলেদের জন্য নানা নাম, ডিজাইন ও রঙের পাঞ্জাবি রয়েছে বাজারে।

নগরীর চকবাজার-কাঠপট্টি-পদ্মাবতী-লাইনরোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুুর রহিম বলেন, ‘ঈদ বাজারে ক্রেতাদের ভিড় সামলাতে শুক্রবার বন্ধের দিনেও চকবাজার এবং পদ্মাবতীর দোকানপাঠ খোলা রাখা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর