বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

১৬০০ মে. টন গম নিয়ে ডুবল লাইটার জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৬০০ মে. টন গম নিয়ে ডুবল লাইটার জাহাজ

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়া জাহাজটির নাম ‘এমভি তামিম’। বন্দরের বহির্নোঙর থেকে ১ হাজার ৬০০ টন গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। গতকাল বিকালে বঙ্গোপসাগরের রামগতি পাইলট বিচের তিল্লার চর এলাকায় জাহাজটি ডুবে যায়। এমভি তামিম’র ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনাকারী সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস’র কর্মকর্তা জামাল হোসেন বলেন, চট্টগ্রাম বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ১ হাজার ৬০০ টন গম নিয়ে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলে যাওয়ার পথে পানির নিচে কোনো বস্তুর সঙ্গে লেগে জাহাজের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। জাহাজটি ডুবে গেলেও নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর