সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডে সেরা মুরাদ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডে সেরা মুরাদ

বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় ‘¯œাতক ও তদূর্ধ্ব’ লেভেলে শীর্ষ স্থান অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্র আবদুল্লাহ বিন মুরাদ। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়ত্রী সরকার ও একই বিভাগের অনিক মজুমদার। উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ব্যাপক চর্চার সঙ্গে বিশেষত রাসায়নিক পরিমাপ বিষয়ে প্রতিযোগিতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস এই প্রতিযোগিতার আয়োজন করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর