ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিদ্ধান্তকারী ফোরাম সিনেটের ৩৫টি শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল। ৩২টি পদে জয় পেয়েছে তারা। অন্য তিনটি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল। গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের পক্ষে এ দায়িত্ব পালন করেন।