মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

ভাঙ্গায় দুটি মন্দিরের তালা ভেঙে প্রতিমায় আগুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নে জান্দী গ্রামের ‘জান্দী উত্তরপাড়া সর্বজনীন দুর্গা মন্দির’ ও ‘জান্দী মিত্রবাড়ী কালী মন্দির’-এর তালা ভেঙে প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিমা ভাঙচুর করেছে তারা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে। খবর পেয়ে ওই রাতেই ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুটি মন্দিরের তালা ভাঙা। মন্দিরসংলগ্ন স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের আয়নাল খানের বাড়ির সামনের সড়কে কালী প্রতিমা ও সরস্বতী প্রতিমা পড়ে রয়েছে। কালী প্রতিমায় আগুন ধরিয়ে দেওয়ার চিহ্ন রয়েছে। আগুনে প্রতিমার বেশ কিছু অংশ পুড়ে গেছে। প্রতিমা ভাঙচুর করার চিহ্নও স্পষ্ট।

ঘটনাস্থলের কয়েক গজ দূরে মুদিদোকান করেন বড় হামিরদী গ্রামের মনির হোসেন (৩৫)। তিনি বলেন, ‘আমি দোকানের ভিতর ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় আগুন দেখে আমার বাড়ির লোকজন চিৎকার দেয়। আমি দোকান খুলে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে এগিয়ে যাই। এ সময় দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আমরা আগুন নেভাই এবং বিষয়টি আমাদের ওয়ার্ডের ইউপি সদস্যকে জানাই।’

হামিরদী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়েই আমি ভাঙ্গা থানা পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে ছুটে যাই। রাত দেড়টার দিকে পুলিশ আসে। আমাদের হামিরদী গ্রামে কোনো হিন্দু বসতি নেই। তাই পুলিশ পাশের জান্দী গ্রামে খোঁজ নিতে যায়।’

জান্দী উত্তরপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মনোজ কুমার দাস বলেন, ‘আমাদের মন্দিরের প্রতিমা তালা ভেঙে নিয়ে গেছে এটা আমরা জানতাম না। রবিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এসে ঘটনা জানালে আমরা পুলিশের উপস্থিতিতেই মন্দিরে গিয়ে দেখতে পাই আমাদের সর্বজনীন মন্দিরের তালা ভাঙা ও মন্দিরে থাকা একমাত্র সরস্বতী প্রতিমা নেই।’

মিত্রবাড়ীর পারিবারিক মন্দিরের সভাপতি মৃণাল মিত্র বলেন, ‘পুলিশ আসার পর আমরা দেখি আমাদের মন্দিরেরও তালা ভাঙা। মন্দিরের কালী প্রতিমা, রামকৃষ্ণ প্রতিমা, সরস্বতী প্রতিমা নেই। খবর পেয়ে হামিরদী গ্রামের ঘটনাস্থলে যাওয়ার পথে রামকৃষ্ণ ও সরস্বতী প্রতিমা রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই। সেখানে দেখতে পাই আমাদের মন্দিরের কালী প্রতিমা আগুনে পোড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘রাতে খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন, ‘মন্দির দুটির তালা ভেঙে প্রতিমাগুলো নিয়ে দুর্বৃত্তরা রাস্তায় ফেলে দিয়েছে এবং একটি প্রতিমায় আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মালো বলেন, ‘কয়েক বছর আগেও ওই এলাকার মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবারও ঘটল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আবেদন, এই দুর্বৃত্তদের তারা যেন খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর