বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

এলডিপি নিয়ে দুই পক্ষে পাল্টাপাল্টি বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির নেতারা বলেছেন, অসৎ উদ্দেশ্যে কতিপয় ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠনটির নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। তারা এলডিপির বর্তমান অবস্থা, সুনাম ও অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে দলটির নামে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির দলীয় কার্যালয়ে পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদের পক্ষে এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারী সাবেক যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, তমিজ উদ্দিন টিটু ও তার সঙ্গী ফয়সালসহ সংশ্লিষ্টদের সব অবৈধ ও বেআইনি কর্মকান্ড অনতিবিলম্বে বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। এদিকে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করার হুমকি দিয়েছেন এলডিপির আরেক অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

 গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা জানান। সেলিম বলেন, অনতিবিলম্বে কর্নেল (অব.) অলি আহমদ অংশের নেতাদের মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে।

সর্বশেষ খবর