বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

জরিমানা করলেও মানুষ সচেতন হচ্ছে না : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

জরিমানা করলেও মানুষ সচেতন হচ্ছে না : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এডিস মশার নিয়ন্ত্রণ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সম্মিলিতভাবে ঢাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে, তবু মানুষ সচেতন হচ্ছে না।

গতকাল ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) আয়োজনে ‘ডেঙ্গু রোগের প্রকোপ : আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুরার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার। ডুরা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এবং ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে আরও সচেতন হতে হবে, তাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা যেকোনো সময়ের চেয়ে ভালো এবং সুষ্ঠুভাবে মশক নিয়ন্ত্রণ করতে চাই। এজন্য সম্মিলিতভাবে ঢাকাবাসীকে এগিয়ে আসতে হবে।’

অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বিশ্বে যত মহামারী সৃষ্টি হয়েছে সেসব মহামারীর অন্যতম কারণ হলো নগরায়ন। একইভাবে ডেঙ্গু রোগের মূল কারণও নগরায়ন ও জলবায়ু পরিবর্তন।’

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘এডিসের বংশবিস্তার জানতে আমরা তিন দফা জরিপ করে তথ্য সিটি করপোরেশনকে দেই। আগে থেকে প্রস্তুতি রাখলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘কীটনাশক দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা কঠিন। উৎস নিধনই এডিস মশক নিয়ন্ত্রণের সর্বোত্তম ও কার্যকর পদ্ধতি। সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।’        

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর