বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লালমনিরহাটের পুলিশ জাদুঘর অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে : আইজিপি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের এই জাদুঘরটিতে যে কেউ দেখে ১০ থেকে ১৫ মিনিট সময় দিলে তারা ইতিহাসের মণি মুক্তা খুঁজে পাবেন। এই জাদুঘরটি এ অঞ্চলের মানুষের জন্য একটি অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। পুলিশের প্রতি মানুষের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

তিনি গতকাল দুপুরে লালমনিরহাট পুলিশ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন। উল্লেখ্য, লালমনিরহাটের হাতীবান্ধা থানার সাত কক্ষবিশিষ্ট একটি প্রাচীন ভবনকে জাদুঘর হিসেবে নির্মিত করা হয়েছে। এখানে ব্রিটিশ আমল থেকে পুলিশের ক্রমবির্বতন, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে বিভিন্ন বিষয় সংযোজিত করা হয়েছে। ৭টি গ্যালারিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। বেনজীর আহমেদ  বিপিএম প্রধান অতিথি হিসেবে এ জাদুঘরটির উদ্বোধন করেন। পরে জাদুঘরে রাখা পুলিশের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর