রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ৯৩ লাখ টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল প্রায় ৯৩ লাখ টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এসব সোনার ওজন ১ কেজি ৩৩৬ গ্রাম। গতকাল সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এসব সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়। তার নাম নুর হোসেন। শুল্ক গোয়েন্দা সূত্র জানান, গোপন সংবাদ আসে, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে একজন যাত্রী চোরাচালানের সোনা বহন করছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সোনা পরিবহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা দল দেহ তল্লাশির সময় ওই যাত্রীর গায়ের জামার মধ্যে শক্ত কিছুর অস্তিত্ব টের পায়। যাত্রীর জামা, প্যান্ট, আন্ডার গার্মেন্টস ভালোভাবে পরীক্ষা করে বিশেষ উপায়ে দুই স্তরবিশিষ্ট ফেব্রিক্স দিয়ে তৈরি এসব বস্ত্রের মধ্যে পেস্টসদৃশ সোনার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর