মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শুদ্ধাচার পুরস্কার পেলেন আইজিপি প্রাপ্ত অর্থ দেবেন বন্যার্তদের

নিজস্ব প্রতিবেদক

শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ। ২০২১ সালে জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতর বা সংস্থার প্রধানদের মধ্যে তিনি এ সম্মানে ভূষিত হলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে পুরস্কার তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেয়েছেন। পুলিশপ্রধান পুরস্কারের অর্থ সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিতদের কল্যাণে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। উল্লেখ্য, গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়। তাতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতর বা সংস্থা প্রধানদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে ২০২১ সালের শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর