সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পশুর হাট ঘিরে বিশেষ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানির পশুর হাটকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে চট্টগ্রামের প্রশাসন। পশুর হাটে চাঁদাবাজি, খুঁটি বাণিজ্য ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। একই সঙ্গে হাটে অজ্ঞান পার্টি, জাল নোট পাচার এবং পকেট মারের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে আলাদা আলাদা পরিকল্পনা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন. ‘কোরবানির পশুর হাটকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। হাটে নিন্ডিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সার্বক্ষণিক টহলে থাকছে পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ সদস্য।’ চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘পশুর হাট এবং মহাসড়ককে ঘিরে আলাদা আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যেক পশুর হাটে বসানো হয়েছে পুলিশের সেবা বুথ ও কন্ট্রোল রুমে।

এসব সেবা কেন্দ্রে প্রয়োজনীয় সেবা পাবেন ক্রেতা বিক্রেতারা।’ জানা যায়, পবিত্র কোরবানির পশুর হাটকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে চট্টগ্রামের পুলিশ। পশুর বাজারের খুঁটি বাণিজ্য, জাল নোট পাচার, অজ্ঞান পার্টির তৎপরতা এবং পকেট মার ঠেকাতে নেওয়া হয়েছে আলাদা আলাদা পরিকল্পনা। পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রত্যেকটা বাজারে বসানো হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম। একই সঙ্গে জাল নোট শনাক্তকরণ মেশিনও রাখা হয়েছে। বাজারগুলোর নিরাপত্তা নিশ্চিতে পোশাকদারি পুলিশ সদস্যেদের পাশাপাশি মোতায়ন থাকবে সাদা পোশাকের পুলিশ সদস্য। অনলাইনে পশু কেনাকাটা করতে প্রতারণা ঠেকাতেও কাজ করছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পশু পরিবহনের কাজে নিয়োজিত গাড়ি থেকে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের ব্যানারে চাঁদাবাজি ঠেকাতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। একই নামে জিপি’র নামে চাঁদাবাজি, শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনগুলোর নামে চাঁদাবাজি ঠেকাতেও নেওয়া হয়েছে নানান উদ্যোগ। নির্বিঘ্নে যাতে পশু পরিবহনকারী গাড়িগুলো চলাচল করতে পারে এ জন্য মহাসড়ক দুটোতে জোরদার করা হয়েছে টহল। মহাসড়কে যানজট নিরসনে যৌথ উদ্যোগে কাজ করবে জেলা ও হাইওয়ে পুলিশ।

সর্বশেষ খবর