সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

অবশেষে তিন দিন পর মামলা নিল পুলিশ

সাবেক ওয়ার্ড কাউন্সিলর হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবশেষে তিন দিন পর মামলা নিল পুলিশ

বরিশালে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন বাবুল মোল্লা হত্যার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। শনিবার রাতে নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে অবৈধ গেইন ডায়াগনস্টিকের মালিক রফিকুল ইসলাম এবং তার ভাই মাইনুল ইসলাম ছাড়াও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বুধবার দুপুরে এ হত্যাকা  সংঘটিত হওয়ার পর দুবার মামলা করতে গিয়ে ব্যর্থ হয় তার পরিবার। মামলার বাদী জানান, এক রোগীর সঙ্গে প্রতারণার প্রতিবাদ করায় বুধবার দুপুরে নগরীর জর্ডন রোডে গেইন ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার ভাইকে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে অটোরিকশা চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে মালিক-কর্মচারী ও দালালরা। এ ঘটনায় ওইদিন এবং পরদিন থানায় মামলা করতে গেলে বিভিন্ন অজুহাতে মামলা নিতে রাজি হয়নি পুলিশ। হত্যাকান্ডে র পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ মামলা নিয়েছে বলে জানান বাদী কামাল উদ্দিন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আজিম-উল করিম বলেন, মারধরে বাবুল মোল্লার মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে প্রথমে কিছুটা সন্দেহ থাকলেও প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি। নিহত বাবুল মোল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।  

সর্বশেষ খবর