শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঈদের পরে আন্দোলনের কথা বিএনপি সাত বছর ধরে বলে আসছে : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঈদের পরে আন্দোলন শুরুর কথা বিএনপি সাত বছর ধরে বলে আসছে, কিন্তু তারা সে আন্দোলনেও ব্যর্থ। তারা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় নির্বাচন চাইছে, কিন্তু এ ফর্মুলায় আর নির্বাচন হবে না। গতকাল সকালে রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন। তিনি আছেন বলেই রাজশাহীকে আমরা উন্নয়নে বদলে দিতে পেরেছি। আগামী মে মাসের মধ্যে রাজশাহী আরও অনেক বদলে যাবে, আরও নতুন হবে, আরও আধুনিক হবে, আরও সুন্দর হবে, আরও কর্মমুখর হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাদের বিনয়ী হতে হবে, ভালো আচরণ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। উন্নয়নের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুুল ওয়াদুদ দারা। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সদস্য বেগম আকতার জাহান, সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য আবদুুল আওয়াল শামীম, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর