মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী

বিশ্বব্যাংকের প্রাক্কলনে করোনার মধ্যেও বাংলাদেশে দারিদ্র্য কমেছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ১৪ এপ্রিল প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার পরিপ্রেক্ষিতে ২০২১ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়ে ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ। ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার ১০ দশমিক ৫ ও দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ করোনা মহামারির মধ্যেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে মানুষের মাথাপিছু আয় যেমন বেড়েছে একই সঙ্গে দারিদ্র্যের হার কমেছে; এটি আমাদের বক্তব্য নয়, বিশ্বব্যাংকের বক্তব্য।’

সম্প্রতি প্রকাশিত আইএমএফের প্রতিবেদন অনুযায়ী জিডিপির নিরিখে বাংলাদেশ এখন পৃথিবীর ৪১তম অর্থনীতির দেশ আর পিপিপিতে আমাদের অর্থনীতির অবস্থান আরও ওপরে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে অথচ মির্জা ফখরুল সাহেব বলছেন দেশে দারিদ্র্য ৪২ শতাংশ। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন ৪২ শতাংশ ছিল। মির্জা ফখরুল সাহেব এখনো খালেদা জিয়ার আমলেই আছেন!’

নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে হবে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলোয় বেশির ভাগ ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। সেসব দেশে যে সরকার দেশ পরিচালনা করে আসছিল তারাই নির্বাচনকালীন দায়িত্ব পালন করে। আমাদের দেশেও তা-ই হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্লোগান দিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর