বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

খেলার মাঠ তৈরির বড় বাধা জমির অভাব : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

খেলার মাঠ তৈরির বড় বাধা জমির অভাব : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য। কিন্তু আপনারা জানেন, খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে সবচেয়ে বড় অন্তরায় হলো আমাদের জমির অভাব। পর্যাপ্ত জমির সংস্থান করা।’ বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’-এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ডিএসসিসি মেয়র মেরাদিয়া কাঁচা ও বিপণি বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসাবো বৌদ্ধমন্দির হতে কালীমন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণে চলমান কাজ এবং পরে রায়ের বাজার উচ্চবিদ্যালয়ের ‘শহীদ শামসুন্নেসা আরজু মণি একাডেমিক ভবন’ উদ্বোধন ও আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান খনন কাজ পরিদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাউন্সিলররা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর