১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মার্কিন বন্ধুদের সঙ্গে সরব থাকা প্রবাসী রওশন আরা বেনু (৭৮) আর নেই। ২৩ জুলাই ওয়াশিংটন স্টেটের সিয়াটল সিটিতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার কথা অনুযায়ী ৩০ জুলাই পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটির ভ্যালি ফোর্জ মেমোরিয়াল গার্ডেন গোরস্তানে দাফন করা হবে বাংলাদেশের কুষ্টিয়া জেলার আলমডাঙ্গার বাবুপাড়ার চৌধুরীবাড়ীর এই পুত্রবধূকে। ফিলাডেলফিয়া কমিউনিটির লিডার ডা. ইবরুল চৌধুরী জানান, একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সিটিতেই মার্কিনিরা র্যালি করেছেন। ফিলাডেলফিয়া সিটির অন্যতম সংগঠক ছিলেন ড. মীর আবদুল মোনায়েম চৌধুরী এবং তার স্ত্রী রওশন আরা বেনু।