সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বছরব্যাপী কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

‘শান্তিতে সম্প্রীতিতে অনন্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এতে অংশ নিয়ে বলেন, ‘আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে সারা বিশ্বে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ এখনো স্বল্পমূল্যে সব খাচ্ছেন।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘লন্ডনে পেট্রোলের দাম তিনগুণ বেড়েছে। বাংলাদেশে এখনো ৯০ টাকা। লন্ডনে গিয়ে দেখি, পেট্রোলের দাম এক পাউন্ড ছিল। এক পাউন্ডের দাম হলো ১১০ টাকা। সেখানে এখন পেট্রোলের দাম ৩ দশমিক ৫৩ পাউন্ড। এর মানে হচ্ছে, লন্ডনে ৩৭০ থেকে ৩৮০ টাকা এক লিটার পেট্রোলের দাম।’ ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় বছরব্যাপী কার্যক্রম সফল করতে মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বাংলাঢোল লিমিটেড ও আইসিটি পরামর্শক হিসেবে রিভ সিস্টেম লিমিটেড কাজ শুরু করেছে। ওয়ার্কশপে প্রতিষ্ঠান দুটি বছরব্যাপী কর্মপরিকল্পনা উপস্থাপন করে।

উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র চন্দ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মিজ আরমা দত্ত, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস  চেয়ারম্যান জুয়েল আরেং, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান এবং প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ-আল-শাহীন।

 

সর্বশেষ খবর