শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে ভাইয়ের অভিযোগ

মসজিদে ঢুকেও বাঁচতে পারল না, দাফন এক পা ছাড়াই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হামলার মুখে জীবন বাঁচাতে দৌড়ে মসজিদে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিন্তু হামলাকারীরা চাইনিজ কুড়াল এনে মসজিদের দরজা কেটে তাকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করে। পরে দাফন করা হয় এক পা ছাড়াই। এখন প্রতিনিয়তই পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এখন এ হত্যা মামলার ৫ নম্বর আসামি ফেসবুক লাইভে এসে আমাদের হত্যার হুমকি দিয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টেকনাফে খুন হওয়া লবণচাষি ও সমাজকর্মী নুরুল হক ভুট্টোর ভাই মো. নুরুল ইসলাম নুরু। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, নিহতের মা আবেদা খাতুন, স্ত্রী নাজনীম সুলতানা, বড় ভাইয়ের স্ত্রী লাইলা বেগম, ছোট ভাই নুরুল আবসার খোকন, ভাগিনা বেলাল ও  নূরুল আবছার। এ সময় তিনি হত্যাকারীদের গ্রেফতার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। ঘটনার বর্ণনা দিয়ে নুরুল ইসলাম নুরু বলেন, গত ১৫ মে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেনের বাড়িতে একটি সালিশ বৈঠকে যোগ দিয়ে ফেরার পথে নুরুল হক ভুট্টোকে কুপিয়ে হত্যা করা হয়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী একরামের নেতৃত্বে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হামলার মুখে জীবন বাঁচাতে আমার ভাই দৌড়ে মসজিদে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিন্তু হামলাকারীরা চাইনিজ কুড়াল এনে মসজিদের দরজা কেটে তাকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর হত্যাকারীরা আমার ভাইয়ের ডান পা কেটে কাঁধে নিয়ে বিজয় উল্লাস করতে করতে চলে যায়। আমার ভাইকে দাফন করতে হয়েছে এক পা ছাড়াই। তিনি বলেন, ২০২০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে যে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছিল তাদের মধ্যে একরাম ছিল দুই নম্বরে। আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও বাস্তবে একরামের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে। এলাকায় আমার ভাইয়ের পরিচ্ছন্ন ইমেজ ছিল। আমার ভাইয়ের কারণে নির্বাচনে চাচাতো ভাই বিপুল ভোটে জয়ী হয়। মূলত সেই থেকেই নুরুল হক ভুট্টোর ওপর ক্ষুব্ধ ছিল একরাম ও তার বাহিনী।

সর্বশেষ খবর