রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াড

ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী তৈরি করেছেন ‘রেবনি’। আগুন নেভাতে সক্ষম রেবনি। রেবনি যেখানে যেতে পারবে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারবেন না। অগ্নিকুন্ড যত বড় হবে রেবনি ততটা দ্রুত কাজ করতে পারবে। নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজের শিক্ষার্থী মো. জিাহাদ রহমান তৈরি করেছেন ‘ফার্মিং রোবট’। এ রোবট খেতে যেতে পারবে। ছোট বা বড় গাছে উঠে গাছের ছবি তুলে পাঠাবে। গাছের ফল, ফুল রোগাক্রান্ত কি না তা-ও জানিয়ে দেবে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে তৈরি করেছেন ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রোবট’। রোবটটি রোগীকে বিভিন্নভাবে সেবা ও বার্তা প্রদান করবে। মিরাজুল হক নামে এক শিক্ষার্থী তৈরি করেছেন ‘লাইন ফ্লোয়ার রোবট’। তাঁর রোবটটি চাঁদসহ বিভিন্ন গ্রহে পাঠানো যাবে। রোবটটিকে নির্দেশনা দিয়ে ছেড়ে দিলে সে নির্দেশ মোতাবেক চলবে এবং আশপাশের ছবি তুলে পাঠাবে। এমন নানা রোবট তৈরি করে কলেজ শিক্ষার্থীরা গতকাল জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় তুলে ধরেছেন। চতুর্থ শিল্পবিপ্লবের গুরুত্ব ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ায় রোবটিক্স অলিম্পিয়াডের আয়োজন করা হয়। প্রথমবারের মতো এ অলিম্পিয়াড চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোবোসকার, লাইন ফলোয়িং রোবটিক্স, প্রজেক্ট শোকেসিং (জুনিয়র), পোস্টার প্রেজেন্টেশন (জুনিয়র), প্রজেক্ট শোকেসিং (সিনিয়র) ও পোস্টার প্রেজেন্টেশন (সিনিয়র) প্রতিযোগিতায় ১০৬টি টিমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ ৪৯ প্রতিষ্ঠানের ৩৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা দুটি অংশে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে ছয়জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর