রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুই দলের সঙ্গে ইসির সংলাপ ৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সঙ্গে ৫ সেপ্টেম্বর সংলাপের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে অংশ নিতে না পারায় দল দুটিকে এক মাস পর নতুন তারিখ দেওয়া হলো। ইসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেপির সঙ্গে এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ন্যাপের সঙ্গে সংলাপ হবে। গত জুলাই মাসে ৩৯টি নিবন্ধিত দলকে সংলাপে আমন্ত্রণ জানায় ইসি। ওই সূচি অনুযায়ী নির্ধারিত দিনে সংলাপে অংশ নিতে অপারগ হওয়ায় জেপি ও ন্যাপ পরবর্তীতে সংলাপের সময় চেয়ে কমিশনের কাছে অনুরোধ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে দল দুটির সংলাপসূচি পুনর্নির্ধারিত হয়।

বর্তমান ইসি ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্চ থেকে মে মাস পর্যন্ত শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমের সম্পাদক, কারিগরি বিশেষজ্ঞ, সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পেশাজীবীর মতামত নেয়। ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা নিয়ে জুনে রাজনৈতিক দলগুলোর মতামত নেয় তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর