বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

সূচক ও লেনদেনে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

ঘুরে দাঁড়াচ্ছে দেশের দুই শেয়ারবাজার। চলতি সপ্তাহের প্রথমদিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। টেক্সটাইল, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের শেয়ার দর বেড়েছে। যার প্রভাবে ডিএসইর সূচক বেড়েছে ৫০ পয়েন্ট।  সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে টানা দরপতন শুরু হলে ব্যাংকের বিনিয়োগসীমা ক্রয় মূল্যে (কস্ট প্রাইস) নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তাতেও উন্নতি না হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস (দামের সর্বনিম্ন সীমা) বেঁধে দেয়। এতে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। এ সময় ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৩৩১ পয়েন্ট। এরপর জ্বালানি তেলে দাম বৃদ্ধির খবরে গত সপ্তাহে চার কার্যদিবসেই দরপতন হয়। এ সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৬৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমে ১০ হাজার ২১১ কোটি টাকা।

এদিকে, ডিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪২টির এবং ১০২টির দাম অপরিবর্তিত থাকে। এ ছাড়া ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৫ পয়েন্টে উঠেছে। লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৩৯০ কোটি ২০ লাখ বেড়ে হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি হয়েছে ১১৯ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ৪০  কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৪২ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ১৮ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দাম  বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর