শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
খুলনা বিএমএ নির্বাচন

ডা. বাহার সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখার নির্বাচনে (খুলনা বিএমএ নির্বাচন-২০২২) ডা. শেখ বাহারুল আলম সভাপতি এবং ডা. মেহেদী নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শীর্ষ পদে নির্বাচিত এই দুজন এবার আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের পৃথক দুটি প্যানেলের নেতৃত্ব দেন। জানা যায়, দ্বিবার্ষিক নির্বাচনে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ২ হাজার ১৫০ জনের মধ্যে ১ হাজার ৬৭৯ জন ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে ডা. বাহারুল আলম ৯২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. কাজী হামিদ আসগর পেয়েছেন ৭৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ডা. মেহেদী নেওয়াজ ৯৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জিল্লুর রহমান তরুণ পেয়েছেন ৭০২ ভোট। প্রতিদ্বন্দ্বী সবাই আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠনের স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা।

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনে ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৯ জন প্রার্থী। এর আগে সর্বশেষ ২০১৫ সালে বিএমএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর