সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমার বারবার উসকানি দিচ্ছে : রাসিক মেয়র

রাবি প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মিয়ানমার বারবার আমাদের উসকানি দিচ্ছে। তারা আমাদের দেশের ওপর গোলা ছুড়ছে। কিন্তু আমরা যুদ্ধ চাই না শান্তি চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি : প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। মিয়ানমান বিভিন্ন অনৈতিক কর্মকন্ডের জন্য বারবার আলোচিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে আশ্রয় দিচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আন্দোলনকে বেগমান করতে হবে। তিনি মিয়ানমার থেকে ইয়াবা পাচারকারীদের দ্রুত বিচার দাবি ও সুষ্ঠু সমাধান চান। সেমিনার উপস্থাপনা করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন।  সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নর্থ-সাউথ বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম, জগন্নাথ বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর