সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যশোরে চিংড়িতে জেলি পুশ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্বাস্থ্যকর জেলি পুশ করা ২০০ কেজি চিংড়ি মাছ জব্দ ও তা ধ্বংস করেছে র‌্যাব-৬। একইসঙ্গে চিংড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যশোর শহরের রাজারহাটে যশোর-সাতক্ষীরা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব। মধ্যরাতের দিকে সাতক্ষীরা থেকে আসা চট্টগ্রামগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ১২টি ককসিটভর্তি ২০০ কেজি চিংড়ি উদ্ধার করেন। পরে এগুলো পরীক্ষা করে দেখা যায়, ওজন বাড়ানোর জন্য ইনজেকশনের মাধ্যমে চিংড়িতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা হয়েছে। এ ব্যাপারে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চিংড়ির মালিক সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের হযরত আলীকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া রাতেই জব্দ চিংড়ি ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর