প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলার চুনাহাটি এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের ছৈলাখাল গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এর জের ধরে আবদুল্লাহ আল মামুনকে গতকাল সিলেট-তামাবিল সড়কের চুনাহাটি এলাকা থেকে পাকড়াও করেন ছাত্রলীগ নেতারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, কটূক্তিকারী মামুনের বিরুদ্ধে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. লিয়াকত আলী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জৈন্তাপুর থানার এসআই কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতারা কটূক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। আবদুল্লাহ আল মামুন থানা হাজতে রয়েছেন।