শিরোনাম
শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জাপা নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল এক বিবৃতিতে হাওলাদার বলেন, ‘শফিককে যেভাবে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’ তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া জাপার প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি ও শফিকুল ইসলাম সেন্টু পৃথক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সন্ত্রাসীরা মঠবাড়িয়া-তুষখালী সড়কে কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর একটি পা বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর