মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে সাংস্কৃতিক আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বের ৫০ বছর পার করেছে বাংলাদেশ ও স্পেন। এর মাধ্যমে কূটনীতি আর বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করেছে দুটি দেশ। আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে দুই দেশ। আলোচনা, নাচ, গান ও যন্ত্রসংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্পেন ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। স্পেনের স্বনামধন্য গিটারিস্ট মিগুয়েল ট্রাপাগারের গিটারের সুরের মূর্ছনার মধ্য দিয়ে আসরের সূচনা ঘটে। আলোচনা পর্বে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস। আলোচনায় স্পেনের রাষ্ট্রদূত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের চিরায়ত ও আবহমান সংস্কৃতির প্রশংসা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত দল সম্মিলিতভাবে পরিবেশন করে ‘জয় সত্যের জয়’ গানটি। তারা আরও পরিবেশন করে জনপ্রিয় স্প্যানিশ সংগীত ‘গুয়ান তানা মেরা’। শিল্পী মো. মনিরুজ্জামানের পরিচালনায় যন্ত্রসংগীত ‘লাভ (ভালোবাসা)’ পরিবেশিত হয়।

 বেহালায় ছিলেন নূরুজ্জামান বাদশা, কিবোর্ড এ তানভির সজিব, সেতারায় জাহাঙ্গীর আলম, এসরাজ এ আবীর, তবলায় অপূর্ব, পাখোয়াজ এ গৌতম সরকার, একুস্টিক গিটার এ অন্তু গোলন্দাজ, অক্টোপ্যাড এ শেখ পুলক এবং হ্যান্ড পার্কেশান ছিলেন সোহেল। যন্ত্রশিল্পীদের নান্দনিকতায় সমগ্র আয়োজনে ভেসে যায় সুরের ধারায়। শিল্পকলা একাডেমির নৃত্যদল পরিবেশন করেন শুভেচ্ছা ও ভালোবাসা নামের দুটি দলীয় নৃত্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর