মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার উৎসব সবার।’ আমরা বিশ্বাস করি সবাইকে তাদের ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া সরকারের কাজ। সেভাবেই  আমরা সবাইকে সুবিধা-অধিকার দিয়ে আসছি, দিয়ে আসব। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজার ম প পরিদর্শনকালে মন্ত্রী এই কথা বলেন। এ সময় মন্ত্রী রাধামাধব আখড়া মন্দিরে  দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহারস্বরূপ ২২টি মন্দিরের নেতৃবৃন্দের কাছে ৮ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর