মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জঙ্গিদের চেয়েও বেশি স্মার্ট র‌্যাব : ডিজি

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের চেয়েও বেশি স্মার্ট র‌্যাব : ডিজি

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন গতকাল রাজধানীর বনানী পূজামন্ডপ পরিদর্শন করেন -বাংলাদেশ প্রতিদিন

জঙ্গিরা যত কৌশলই নিক না কেন, র‌্যাবের সঙ্গে পারবে না বলে দাবি করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘আমি আশ্বাস দিতে চাই, জঙ্গিরা যত বেশি স্মার্ট হোক না কেন, র‌্যাব ফোর্স এর চেয়ে বেশি স্মার্ট।’ গতকাল সকালে রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজামন্ডপ পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। র‌্যাবপ্রধান খুরশীদ বলেন, ‘পূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই। গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা বেশি তৎপর। সুতরাং আশা করছি কোনো সমস্যা হবে না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সজাগ রয়েছি। যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।’ তিনি বলেন, পূজামন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং পরিচালনার পাশাপাশি র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন র‌্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামন্ডপ ভাঙচুর বা পূজার উপকরণ ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 দুর্গাপূজায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভার্চুয়াল জগতে যে কোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। চেকপোস্ট, সিসিটিভি, স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর