শিরোনাম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সুদীপ্ত হত্যা মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ অক্টোবর সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। গতকাল সকালে এ আদেশ দেন মহানগর দায়রা জজ মো আমিরুল ইসলামের আদালত। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘সোমবার সুদীপ্ত হত্যা মামলার চার্জ গঠনের শুনানির ধার্য্য দিন ছিল। শুনানি শেষে আসামিদের ডিসচার্জ পিটিশান নামঞ্জুর করে ২৪ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ অক্টোবর সাক্ষীর জন্য দিনও ধার্য করেন আদালত। এ সময় ২৪ জন আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। আবু জিহাদ সিদ্দিক নামে এক আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।’  জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সুদীপ্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তৎকালীন চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেফতার হয়। এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর