বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খুলনার রহিমা বেগম অপহরণ মামলায় চারজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার মহেশ্বরপাশা থেকে রহিমা বেগমকে ‘অপহরণ’ মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত চারজন। তারা হচ্ছেন- মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। গতকাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে জামিন দেন। এই মামলার অন্য দুই আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কেএম ইকবাল হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ির দোতলা থেকে নিচে নেমে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় দৌলতপুর থানায় অপহরণ মামলা হলে পুলিশ ও র‌্যাব ছয়জনকে গ্রেফতার করে। তবে ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর বোয়ালমারী থানার সৈয়দপুর গ্রামের এক বাড়ি থেকে রহিমাকে উদ্ধার করে পুলিশ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তিনি স্বেচ্ছায় ওই বাড়িতে ছিলেন। পুলিশ জানায়, নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধারের সময় তার কাছে কাপড়, ওষুধ ও প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।

 অপহৃত ব্যক্তির কাছে তার ব্যবহার্য এসব জিনিসপত্র থাকার কথা নয়।

এদিকে রহিমা বেগমের নিখোঁজ ঘটনায় তার মেয়ে মরিয়ম মান্নানের ফেসবুকে নানা স্ট্যাটাসকে ঘিরে সমালোচনা তৈরি হয়। এসব ঘটনা উল্লেখ করে আদালতে জামিন আবেদন করলে দীর্ঘ ২২ দিন পর চারজনের জামিন মঞ্জুর করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর