শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধের মূলোৎপাটন করতে হবে

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান হবে। মানুষ তাদের মৌলিক অধিকার পাবে। তারা বলেন, মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষ তার অধিকার ফিরে পাবে। গতকাল রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মানব রচিত সব ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 সভায় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর