বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
হত্যাচেষ্টা মামলা

মাগুরায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীসহ তিনজন কারাগারে

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য চাঁদ আলী হত্যাচেষ্টা মামলায় জেলহাজতে গেলেন শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াসহ তিনজন। গতকাল দুপুরে তারা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। হাজতে যাওয়া অন্য দুজন হলেন- জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শরিয়ত উল্লাহ রাজন ও রানা মিয়া নামে এক যুবক। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন জানান, ২৩ আগস্ট রাতে মাগুরা শহর দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে শ্রীপুরের ছোনগাছায় সন্ত্রাসী হামলার শিকার হন শ্রীকোল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য, যুবলীগ নেতা চাঁদ আলী। এ সময় গুরুতর জখম হন তার ভাই মসিদুল সর্দার ও ওবাইদুল। এ ঘটনায় চাঁদ আলীর ভাই বাচ্চু সর্দার বাদী হয়ে ২৫ আগস্ট শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে ১ নম্বর, তার ভাই শরিয়ত উল্লাহ রাজনকে ২ নম্বর, রানা মিয়াকে ৩ নম্বর আসামি করে ৩০ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেন। আসামিরা হাই কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। হাই কোর্ট জামিন আবেদন গ্রহণ না করে ছয় সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশের প্রতি ছয় সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেফতার বা হয়রানি না করতে আদেশ দেন। হাই কোর্টের নির্দেশনা মোতাবেক আসামিরা গতকাল দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

এ সময় বিচারক মোহাম্মদ কামরুল হাসান বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান খান বলেন, ‘হাই কোর্টের নির্দেশনা মোতাবেক আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে জামিন প্রার্থনা করি। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যেহেতু আসামিদের মধ্যে ১৭ অক্টোবর অনুঠেয় নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সে কারণে আমরা এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাব।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর