বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়া আগামী ৫ নভেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ নির্দেশনা বিএনপির দফতর থেকে সংশ্লিষ্ট ইউনিট কমিটির নেতাদের জানিয়ে দেওয়া হয়। ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে ক্ষোভ-বিক্ষোভ এবং হামলা-সংঘর্ষের পর কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করায় বঞ্চিতদের প্রাথমিক জয় হয়েছে বলে দাবি করা হচ্ছে। অপরদিকে বর্তমান কমিটির নেতাদের দাবি, ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মহানগরীর ৩০টি ওয়ার্ডের ১৩টিতে বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। তবে কমিটিগুলোতে দীর্ঘদিনের ত্যাগীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে। বঞ্চিতদের দাবি, যারা বিগত এক যুগেও দলের কর্মসূচিতে আসেননি তাদের ওয়ার্ডে নেতৃত্বে আনা হয়েছে। আর যারা গত এক যুগ মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছেন তাদের রাখা হয়েছে কোণঠাসা করে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলো পাহারা দেওয়া কিংবা কোনো ধরনের কর্তৃত্ব করার সামর্থ্য বর্তমান ওয়ার্ড কমিটির নেতারা রাখেন না বলে তাদের দাবি।
ঘোষিত ওয়ার্ড কমিটি প্রত্যাখ্যান করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে ৫ অক্টোবর নগরীর সাগরদী এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং পরদিন ৬ অক্টোবর সদর রোডের বিক্ষোভ মিছিল করে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি। ১২ অক্টোবর নগরীর ভাটিখানা এলাকায় বিক্ষোভ মিছিল করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বঞ্চিতরা। এ সময় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা বঞ্চিতদের মিছিলে হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন। সব শেষ শনিবার সকালে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে হিজলা উপজেলা বিএনপির প্রতিনিধি সভা দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি এবং সংঘর্ষের কারণে প- হয়ে যায়। সিনিয়র নেতারা প্রতিনিধি সভা স্থগিত করে সভাস্থল ত্যাগ করেন। এমন সংঘাতময় পরিস্থিতিতে আগামী ৫ নভেম্বর ঘোষিত বিভাগীয় গণসমাবেশে ব্যাপক লোকসমাগম নিয়ে দুশ্চিন্তার ছাপ দেখা যায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে। বিষয়টি অবহিত করা হয় দলের সর্বোচ্চ মহলে। শনিবার রাতে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল মহানগর এবং দুই জেলা কমিটির অন্তর্গত সব ইউনিট কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন।
ওই রাতেই দলের দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ নির্দেশ ইউনিটগুলোর নেতাদের মুঠোফোনে জানিয়ে দেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আগামী ৫ নভেম্বর পর্যন্ত জেলা ও মহানগরের অন্তর্গত সব কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ নির্দেশনা শনিবার রাতেই জেলা ও মহানগর কমিটির নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ নির্দেশে খুশি নগরীর বিভিন্ন ওয়ার্ডের বঞ্চিত বিএনপি কর্মীরা। ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনে ত্যাগের মূল্যায়ন পাবেন বলে আশা নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মিন্টু মোল্লার। নির্বাচনমুখী দল সাজাতে মহানগর বিএনপির বর্তমান নেতারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ।
ওয়ার্ড কমিটিতে কিছু ভুল-ভ্রান্তি থাকলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আর কোনো অভিযোগ থাকবে না বলে আশা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির। তিনি বলেন, মহানগর হচ্ছে বিভাগীয় সদর দফতর। ৫ নভেম্বরের গণসমাবেশ সফল করার দায়িত্ব মহানগর কমিটির। সমাবেশের আগে কোনো ধরনের ক্ষোভ-বিক্ষোভ যাতে না হয়, সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে আসতে পারেন সে জন্য ৫ নভেম্বর পর্যন্ত ওয়ার্ড কমিটি গঠন স্থগিত করা হয়েছে। সমাবেশের পর আবারও কমিটি গঠন-পুনর্গঠন প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।