সপ্তাহের প্রথম দিনে দরপতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ১২৭টির। আর ১৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি সূচক কমার পাশাপাশি বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণও। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন কমেছে ৬৭ কোটি ৮০ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ৪০ পয়সা কমে ১২৭ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। দাম কমেছে ৮১টির।
এ ছাড়া ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।