সমাবেশের নামে বিএনপির নেতা-কর্মীরা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এ চাঁদাবাজির মাধ্যমে মোটা টাকার একটি অংশ লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হচ্ছে। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের নামে চলছে বিএনপির বড় চাঁদাবাজি প্রকল্প। আমি শুনেছি চট্টগ্রামের সমাবেশের জন্য যে চাঁদা উঠেছিল তার অর্ধেক টাকা তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আজ আওয়ামী লীগের আমলে বিএনপি নির্বিঘ্নে সমাবেশ করছে। কিন্তু তারা সমাবেশের নামে চাঁদার প্রকল্প নিয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার স্বীকৃতি নিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের প্রস্তাবের বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, মার্কিন কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানাই।
কারণ তারা ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার স্বীকৃতি দিতে প্রস্তাব তুলেছেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের সরকার ২৫ মার্চ কালরাতকে যাতে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সে জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোককে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা কোথাও ঘটেনি। এটার স্বীকৃতি অবশ্যই দেওয়া উচিত। আশা করছি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আমরা পাব।