সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

করোনায় আরও চারজনের মৃত্যু ডেঙ্গুতে হাসপাতালে ১০২০

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরও চারজনের মৃত্যু ডেঙ্গুতে হাসপাতালে ১০২০

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে, যা ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১১৫ জনের দেহে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু, শনাক্তের হার ও শনাক্তের সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত এক দিনে দেশে ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২.৮৪ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ৬৯ জন। শনাক্তের হার ছিল ১.৮৮ শতাংশ। এদিকে গত ১৮ অক্টোবর এক দিনে ছয়জনের মৃত্যুর খবর আসে। এরপর কোনোদিন দুজনের বেশি মারা যাননি। গত ২৪ ঘণ্টায় ফের চারজনের মৃত্যুর ঘটনা ঘটল।

গত ২৪ ঘণ্টায় দুজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং একজন করে মারা গেছেন রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে। সবাই সরকারি   হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। গত এক দিনে শনাক্ত ১১৫ জনের মধ্যে ঢাকা জেলার বাসিন্দাই ৯০ জন।

ডেঙ্গুতে হাসপাতালে ১০২০ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আবারও হাজার ছাড়িয়েছে। গতকাল ১ হাজার ২০ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে   ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী।

সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু   হয়েছে। এ নিয়ে চলতি বছর    এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জন মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি    হওয়াদের মধ্যে ৬১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন      ৪০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর