সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সই নেওয়া হলেও টিসিবির পণ্য দেওয়া হয়নি

রংপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে টিসিবির পণ্য না পাওয়ায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন- কার্ডে সই করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও তাদের পণ্য দেওয়া হয়নি।  গতকাল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর ঘোড়াপীর মাজার সংলগ্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ভুক্তভোগীরা বলেন, গতকাল ২৭ নম্বর ওয়ার্ডের তিনটি স্থানে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা ছিল। ঘোড়াপীর মাজার পয়েন্টে সকাল ৮টা থেকে কার্ডধারীরা পণ্য নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। ওই পয়েন্টে ট্রাক আসার পর ডিলারের লোকজন ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের স্বাক্ষর নেয় এবং পণ্য না দিয়ে কিছুক্ষণের জন্য আরেকটি পয়েন্টে গিয়ে ঘুরে আসবে বলে জানায়। এরপর বেলা ১২টায় ওই পয়েন্টে ডিলার এলেও তার ট্রাকে পণ্য না দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে বঞ্চিত কার্ডধারীরা। ডিলারদের যোগসাজশে পণ্য আত্মসাতের অভিযোগ এনে বঞ্চিতরা স্টেশন সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন। সন্ধ্যায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঘটনাস্থলে গিয়ে কার্ডধারীদের পণ্য দেওয়ার আশ্বাস দিলে অবরোধের তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নেন তারা। আলমনগর এলাকার ভুক্তভোগী মিঠু মিয়া ও সালাম মিয়া বলেন, সকাল থেকে কাজকর্ম ফেলে কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছি। সকালে ঘোড়াপীর মাজার পয়েন্টে ট্রাকভর্তি মাল ছিল। ডিলাররা যোগসাজশ করে কার্ডে সই করে পণ্য না দিয়ে ট্রাক অন্যত্র নিয়ে যান। রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ২৭ নম্বর ওয়ার্ডের ফ্যামিলি কার্ডধারী ৩ হাজার ৩১৮ জনের জন্য রবিবার মাহবুব ট্রেডার্স, মৌসুমি ট্রেডার্স ও ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং নামে তিনটি ডিলারের কাছে পণ্য বরাদ্দ করা হয়।

 ডিলাররা সঠিকভাবে পণ্য বিক্রি করতে না পারায় কয়েকজন কার্ডধারী পণ্য পায়নি। এতে ডিলার ও ট্যাগ অফিসারের গাফিলতি রয়েছে। জেলা প্রশাসক ও মেয়র ডিলার এবং ট্যাগ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর