সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রার্থী ২১ জন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন সম্পন্ন হয়েছে। তিনটি ইউনিটে ২ হাজার ২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে  ৪২ হাজার ৯৬৫টি। এতে প্রতি আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন ২১ জন। ভর্তিচ্ছুদের তালিকা থেকে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

আইসিটি সেল সূত্রে জানা যায়, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ২৪ হাজার ৩৪৩টি এবং চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে ৫৩৬টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১২ হাজার ৮৭০টি ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৫ হাজার ২১৬টি আবেদন জমা পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর