সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হ্যালোইন উদযাপনের মুগ্ধতায় বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড

সাংস্কৃতিক প্রতিবেদক

হ্যালোইন উদযাপনের মুগ্ধতায় বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড

গ্রামের কোনো অচেনা পরিবেশ, নিস্তব্ধ পোড়াবাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, বড় বট গাছে কিংবা গহিন জঙ্গলে ভূতেরা  বাস করতো।  দাদি নানিদের কাছে শোনা গা ছম ছম করা ভয়ের ভূতের গল্পগুলো এখন রূপকথার গল্পের মতোই। হ্যালোইনের উৎসবে রূপকথার কল্পকথার ভূতগুলো দেখা গিয়েছে রাজধানীর বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড আয়োজিত বৈচিত্র্যময় মনোমুগ্ধকর আয়োজনে। উৎকট ও ভয়ংকর  সাজের দৈত্য ও ভূতগুলোর অনবদ্য পরিবেশনা ভিন্ন এক ভয়ংকর চিত্রকল্প তৈরি করেছিল দেশের সর্বাধুনিক শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে। ভূতদের নান্দনিক পরিবেশনার সঙ্গে ফ্যাশন শো, লাইভ মিউজিক ও বল ড্যান্সে ভিন্ন এক হ্যালোইনের স্বাদ পেয়েছে রাজধানীর হ্যালোইন প্রিয়রা। হ্যালোইন উৎসব উপলক্ষে টগি ওয়ার্ল্ড-এ সাজানো হয়েছে উৎসবের আমেজে। হ্যালোইন উদযাপনের এই আসরে গতকাল সন্ধ্যায় এসব চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়। টগি ফান ওয়ার্ল্ডের লেভেল ৮ থেকে লেভেল ১৮ পর্যন্ত ছিল ছড়ানো পরিবেশনার সীমারেখা। লেভেল ১ এ ও ছিল ভূতদের দাপুটে ও দস্যুপনা। হ্যালোইনের ভূতের দাপটে চেনা শহরে পরিণত হয়  অচেনা নগরীতে। অনুষ্ঠান শেষে উৎসবের নানা আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের প্রদান করা হয় পুরস্কার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর