সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

৬ দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছেন ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন শুরু করা হয়। রাকিবুল হাসান নামে এক চাকরিপ্রার্থী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এর আগেও দাবি আদায়ের জন্য কয়েকটি কর্মসূচি পালন করেন তারা। গত ১৬ অক্টোবর ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পিএসসির কাছে ৬ দফা দাবি উত্থাপন করেন। কিন্তু পিএসসি এই ৬ দফা দাবি না মানায় চাকরিপ্রার্থীরা পিএসসির সামনে লাগাতার এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পিএসসি বিসিএস নন-ক্যাডার পদের তারিখ অনুযায়ী বিভাজনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিপক্ষে ৬ অক্টোবর ৪০তম বিসিএস নন-ক্যাডার এবং ৪১-৪৪ বিসিএস চাকরিপ্রার্থী ছাত্রসমাজ পিএসসির সামনে একটি মানববন্ধন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর