রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ সরকারকে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে বললেন ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগ সরকারকে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে বললেন ভিপি নূর

বরিশালে গতকাল গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা। ইনসেটে সংগঠনের সদস্য সচিব নুরুল হক (ভিপি নূর) -বাংলাদেশ প্রতিদিন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সময় থাকতে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের পর শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক (ভিপি নূর)। তিনি বলেন, অন্যথায় জনগণের রোষানলের মধ্য দিয়ে শ্রীলঙ্কা, মিসরসহ বিভিন্ন দেশের  স্বৈরশাসকরা যেভাবে বিদায় নিচ্ছে, সেই পরিণতি হবে। গতকাল দুপুরে বরিশালে আয়োজিত গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন নুরুল হক নূর। নগরীর আমতলা মোড়ে একটি কনভেনশন হলে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়। তবে সাধারণ মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ায় বাইরে একটি ট্রাকের ওপরে অস্থায়ী মঞ্চ করে সেখানে বক্তব্য রাখেন নুরুল হক নূর।  বিভাগীয় প্রতিনিধি সভার সমন্বয়কারী বিপ্লব কুমার পোদ্দারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম সদস্য সচিব আবদুুল জায়ের, মাহবুবুর রহমান খান, সহকারী সদস্য সচিব বাইজিদ হোসেন সাহেদ প্রমুখ।

ভিপি নূর আরও বলেন, ‘প্রশাসন এখন কিছুটা ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে। তারা এমনি এমনি যায় নাই, দুই মাস আগে কিন্তু এভাবে সভা-সমাবেশ করা যায়নি। আগামীতে বিদেশি অ্যাম্বাসেডররা একটা অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। ফলে সরকার টেনশনে পড়ে গেছে।

সর্বশেষ খবর