রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

যুব সমাজের বিপর্যয় মহামারির মতো বেড়ে চলেছে : ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, কিশোর গ্যাং, ইভটিজিং, ধর্ষণ, মাদকের  বিষাক্ত ছোবলে ছাত্র ও যুবসমাজ বিপর্যয়ের শিকার হচ্ছে। দিন দিন এসব মহামারির মতো বেড়েই চলেছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্রসেনার সাবেক-বর্তমান (১৯৮০-২০২২) নেতৃবৃন্দের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ছাত্রসেনা সভাপতি সাইফুদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আব্দুস সামাদ। মুহাম্মদ নূরের রহমান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম পাটোয়ারী, আবু তৈয়ব চৌধুরী আশরাফী, এম সোলাইমান ফরিদ, আওলাদে রাসূল (দ.) শাহসূফি সৈয়দ মুহাম্মদ সহিদ উদ্দিন আহম্মেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারি, হাফেজ মাওলানা জিয়াউল হাসান, রেজাউল করিম তালুকদার, ইসলাম উদ্দিন দুলাল, এম এ মাবুদ, গোলাম মাহমুদ ভূইয়া মানিক।

সর্বশেষ খবর