জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহত নেতা সদ্য ঘোষিত শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম শাহিন।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চলমান পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ করেছে শাখা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ছাত্রদল নেতা-কর্মীরা জানান, সাইফুল পরীক্ষা শেষ করে ক্যাফেটেরিয়ার সামনে গেলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী কয়েকজন নেতা-কর্মী তাকে ছাত্রদল করে কি না জিজ্ঞাসা করে। এরপরেই তাকে কথা বলার মাঝে কিল, ঘুষি, থাপ্পড় দেওয়া শুরু করে। একপর্যায়ে মারতে মারতে ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে বের করে দেন। এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, পরীক্ষা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শাহিনকে আটকে রাজনৈতিক পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পরে সে চলে যেতে চাইলে প্রধান ফটকে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় শাহিনের চোখ ও ঠোঁটে জখম হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।হামলার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।