রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হামলা-মামলা দিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হামলা, মামলা, গুলি, হত্যা, গ্রেফতার করে বিএনপিকে ভয় দেখানো যাবে না। তিনি বলেন, আমরা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, ন্যায়-সত্যের জন্য লড়াই করছি।

গতকাল নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। কুমিল্লাসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, গায়েবি মামলা, গ্রেফতারের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়। মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন জায়গায় আবার সরকার গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। মামলা দেওয়া হচ্ছে, ককটেল ফাটিয়েছে, বোমাবাজি করেছে! অথচ কোথাও কেউ ককটেলের আওয়াজও পায়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন মীর সরাফত আলী সপু, খন্দকার আবু আশফাক, সাইফুল আলম নীরব, গোলাম মাওলা শাহিন, খন্দকার এনামুল হক এনাম,  শফিউদ্দিন সেন্টু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর