মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেয়রের পিএসের মামলায় করদাতা সুরক্ষা পরিষদ সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারীর (পিএস) দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারকে। তিনি গতকাল আত্মসমর্পণ করে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জামিন চাইলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান। সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা মামলায় নুরুল আবছারকে উচ্চ আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এরপর সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’  আদালত সূত্রে জানা যায়, মেয়রের পিএস মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে অভিযোগ এনে ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে চান্দগাঁও থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর