বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর পলাশপুর বৌবাজার এলাকার নিজ বাসার ছাদে শেখ ইকবাল কবির (৬০) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে আহত করার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই মারা যান তিনি। এ ঘটনায় ইকবালের অভিযুক্ত স্ত্রী জাফরিন আরা পপিকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত শেখ ইকবাল কবির (৬০) বৌবাজার এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে। এক সময় লঞ্চের সুকানি ছিলেন তিনি। অর্ধ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় বৌবাজার এলাকার অটোরিকশার ব্যাটারি চার্জ এবং ভাড়া দেওয়ার ব্যবসা করতেন দুই সন্তানের জনক ইকবাল। নগরীর কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ জানান, ইকবালের নিজস্ব জমি ও ভবন তার স্ত্রী নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে ঝগড়ার জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পপি। কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে জাফরিন আরা পপিকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

হত্যায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা মো. সোহাগের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রুজু করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইকবাল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ১০ টার দিকে নিজ বাসার ছাদে বসা ছিলেন ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী জাফরিন আরা পপির বিরুদ্ধে। স্বজনরা আহত ইকবালকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই মারা যান তিনি।

সর্বশেষ খবর