আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রাজশাহী সেনানিবাসে ছয়টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে। ফলে জাতিসংঘসহ বিশ্ববাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এর আগে একটি সম্মিলিত চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন শেষে অভিবাদন গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লে. জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোশফেকুর রহমান এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ-আল-মামুনসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।